Poem

আমি মৃত্যুঞ্জয় হতে আসি নি এই ধরায়, 

এসেছি , মৃত্যুকে ধারন করে- নিজেকে খুজে পেতে।


সেই নিজেকে খোজার যাত্রায় , আমি খুজে পেলাম তোমাকে।

আর তখন,মনে হলো এই নশ্বর পৃথিবীতে , আরও কটা দিন যদি বেশি বাচা যেত ।


তোমাকে পাবো না জেনেও, 

তোমাকে ভালবাসার মধ্যে একটা শান্তি আছে।


আদতে ভালবাসা মানে কি? 

যার মায়াজালে আবদ্ধ হয়ে আছে এই গোটা জগত-সংসার।

সত্যি বলতে, 

আমি এখনোও…  তা বুঝে উঠতে পারি নি।

 কারও কাছে- ভালবাসা মানে, একটা মানুষের প্রতি প্রবল টান,

 অনেক আশা আকাঙ্খারকেন্দ্রবিন্দুতে থাকা একটা মানুষ,

 আর তার চারপাশে গড়ে ওঠা;

- একটা পৃথিবী। 


কারও কাছে ভালবাসা মানে একটা মানুষের সাথে থেকে— সারা জীবন কাটিয়ে দেয়া।


এই ক্ষণিকের পৃথিবিতে,

 সবাই নিজের মতন করে , ভালবাসার মানে খুজে নেয়।

আমার কাছে, ভালবাসার মানেই ভক্তি। 

যাতে কোন দাবী নেই, কিছু পাবার আসক্তি নেই.


যদিও বা কখনো তোমার দ্বারে আসি প্রেম ভিক্ষা চাইতে, 

নির্দিধায় আমাকে প্রত্যাখ্যান করে দিও , এই আমার আবদার! 

ভালবাসা ভিক্ষে করে পাওয়ার কিছু নয়, ভালবাসা জয় করে নিতে হয়। 

এই জয় পরাজয়ের খেলায় , আমি স্বভাবতই হেরেছি বার বার।

এবার তোমার কাছেও হেরে গেলাম।


কত বার ভেবেছি ভুলে যাবো, মুছে দেব তোমার সব স্মৃতি ।

কখনোও আর ভুল করেও , নেব না তোমার নাম। 


কিন্তু হায়, সে আর পারলাম কোথাও! 

যতবার ভুলে যেতে চেয়েছি – ততোবারই আরও গভীর ভাবে জড়িয়ে গেছি তোমার মায়ায়।

 সে কি অসহ্য যন্ত্রণা, কি নিদারুণ নিষ্ঠুরতা নিজের সাথে, হৃদয়ের সাথে।

 তাও চেষ্টা করে গেছি,  অগনিত বার।

  কিন্তু জানো—-- প্রতিবারই ফলাফল—------ শূণ্য!


যাই হোক, 

কোন এক মাহেন্দ্রক্ষণে,

 তুমি এসেছিলে আমার জীবনে।

 ঠিক যেন শীতের রুক্ষতার কাছে পরাজিত বৃক্ষরাজি , অপেক্ষায় থাকে সুন্দর বসন্তের।


ভালবাসার সবচেয়ে বড় শত্রু হচ্ছে অহম।

 যেখানে আমিত্ব জিতে যায় , সেখানে ভালবাসা হেরে যায়, মৃত হয়ে যায়।

 হৃদয়ে অহম নিয়ে কাউকে ভালবাসা যায় না।


ভালবাসার মানেই হলো , নিজেকে কারো কাছে সমর্পণ করা -  যা অহম, 

আমাদেরকে সহসা করতে দেয় না। 

প্রতিনিয়তই নিজের শ্রেষ্ঠত্ব , কিংবা আত্মকেন্দ্রিকতার নেশায় – বুদ থাকা মানুষ ; 

গভীর ভালবাসা অনুভব করতে পারে না। 

যা পারে সেটা হচ্ছে অন্যের চোখে নিজের প্রতি ভীতি;

 বা একটা মেকি সম্মান যা নিতান্তই ক্ষনিকের।

 নিজের অহম কে দমন করে , 

 যে মানুষ নিজের সর্বস্ব কারো কাছে অতি সহজেই হস্তান্তর করতে পারে, 

সত্যিকারের ভালবাসা বুঝি —---- তার কপালেই জোটে!


ভালবাসা হলো ভক্তি, 

ভালবাসা হলো সমর্পণ, 

একটা মানুষের প্রতি, বরং একটা আত্মার প্রতি , তার ব্যক্তিত্বের প্রতি।

 তার প্রতিটা ভাল খারাপ আপন করে নেবার প্রবল একটা আকাঙ্খা, সেটাই ভালবাসা।

যে ভালবাসাতে ভক্তি নেই সেই ভালবাসা ক্ষণস্থায়ী আর যে ভালবাসা না চাইতেই, না জানতেই ভক্তিতে রুপান্তরিত হয়ে যায় সেই ভালবাসা প্রায় অবিনশ্বর।


Jan. 9, 2025

Shubhro Sinha

Image 1
Image 2
Image 3